ঢাকা | | বঙ্গাব্দ

অপহরণের ৭ দিন পরেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে:বাকরুদ্ধ বাবা-মা

author
Reporter

প্রকাশিত : Oct 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মহিউদ্দিন আকাশ: কুমিল্লা মুরাদনগরের দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে রাকিবুল হাসান (১৫) গত ১৫ ই অক্টোবর বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্লাশ করতে গিয়ে আর ফেরেনি। রাকিব ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

বাবা মা এবং বৃদ্ধ দাদি এদিক সেদিক ও আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সন্তান নিখোঁজে দিক বিদিক ছুটতে থাকেন বাবা মা। এরই মাঝে পরদিন রাতে 01344835400 নাম্বার থেকে কল আসে। কলে নিখোঁজ রাকিবুলের কান্নার কণ্ঠ 'বাবা আমাকে বাঁচাও', আমাকে মারধর করছে। কল দেওয়া ব্যাক্তি রাকিবুলের বাবাকে বলেন বিকাশে ১২০০০ টাকা পাঠালে  রাকিবুলকে ঘোড়াশাল স্কুল মাঠে রাত ২ টার দিকে দিয়ে যাবেন।  রাকিবুলের পিতা হাসান বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠায়। পরে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

 


এ বিষয়ে মুরাদনগর থানা,কুমিল্লা পুলিশ সুপার,র্র্যাব -১১ কুমিল্লা বরাবর অপহৃত শিশু রাকিবুল হাসানকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করলেও এ পর্যন্ত রাকিবুল হাসান উদ্ধার হয়নি। একমাত্র ছেলে এক সপ্তাহ যাবত অপহৃত।  কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন রাকিবুলের মা। বাকরুদ্ধ বাবা সারাক্ষণ কাদেনঁ। দাদীর কান্নায় ভারী হয়ে উঠছে দড়িকান্দি গ্রাম।

রাকিবের মা কান্নাকন্ঠে বলেন- আমার একমাত্র ছেলেকে আপনারা উদ্ধার করে দেন। তিনি প্রশাসনের কাছে জোড়হাতে আবেদন করে বলেন- আপনার সন্তানের কথা ভেবে আমার ছেলেকে উদ্ধার করে দেন।


এ বিষয়ে জানতে চাইলে র্র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান জানান- কল করা নাম্বারটি বারবার লোকেশন চেন্জ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই উদ্ধার হবে।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি আব্দুল্লাহ বলেন- তারা অভিযোগ করেছে। আয়ুকে জিজ্ঞেস করে জানাতে হবে। মুরাদনগর থানার ওসিকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS