ঢাকা | | বঙ্গাব্দ

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2025 ইং
আফ্রিকার দেশ মালি সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ । ছবি: টিআরটি ওয়ার্ল্ড ছবির ক্যাপশন: আফ্রিকার দেশ মালি সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ । ছবি: টিআরটি ওয়ার্ল্ড
ad728

ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পশ্চিম আফ্রিকার দেশ মালি সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং পরিবহন ব্যবস্থায় স্থবিরতা দেখা দেওয়ায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ৯ নভেম্বর পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।

রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে দেওয়া এক ঘোষণায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছু স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে পুনরায় ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।”

জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও অবরোধের কারণে জ্বালানি ট্যাংকার চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। রাজধানী বামাকোসহ আশপাশের অঞ্চলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন দেখা দিয়েছে, গণপরিবহন বন্ধ হয়ে গেছে এবং শহরটি প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছে।

পরিস্থিতির অবনতিতে বিশ্ববিদ্যালয়গুলোও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষক-শিক্ষার্থীরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না।

অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকি ও জ্বালানি সংকটের কারণে মালিতে অবস্থানরত অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা আপাতত রাজধানীর বাইরে জরুরি কনস্যুলার সেবা দিতে পারছে না এবং ভ্রমণ সতর্কতা বলবৎ রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হলে এই জ্বালানি সংকট দেশটির শিক্ষা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS