ঢাকা | | বঙ্গাব্দ

লাকসামে সৎ পিতার বিরুদ্ধে তার সৎ কন্যাকে ধর্ষনের অভিযোগ

author
Reporter

প্রকাশিত : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের ইঞ্জিনিয়ারিং কলোনীতে এক কিশোরী তার সৎ পিতার বিরুদ্ধে ধর্ষন ও জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ২৮ আগস্ট লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা বাংলাদেশ রেলওয়ের পিডব্লিউডি বিভাগে চাকরিরত। প্রায় ১৩ বছর আগে দাম্পত্য কলহের কারণে তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০২১ সালের জুলাই মাসে তিনি নূরে আলম মীর জিকু (৩৬) নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি ভুক্তভোগী কিশোরীসহ একই কোয়ার্টারে বসবাস করতে থাকেন।

ভুক্তভোগীর অভিযোগ, এসএসসি পরীক্ষার পর বাসায় থাকাকালীন সময়ে সৎ পিতা বারবার অনাকাঙ্ক্ষিতভাবে তার গায়ে হাত দিতেন। এক পর্যায়ে গত ২৭ জুলাই রাতে জোরপূর্বক তাকে শয়নকক্ষে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষন করা হয়। এরপর থেকে হুমকি দিয়ে একাধিকবার একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটান অভিযুক্ত।

সর্বশেষ গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে খালি বাসায় একা পেয়ে জিকু আবারও কিশোরীকে জোরপূর্বক আলিঙ্গনের চেষ্টা করেন। এ সময় ঘটনাটি কিশোরীর মা প্রত্যক্ষ করলে অভিযুক্ত উল্টো মেয়ের নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করেন এবং পরবর্তীতে মা-মেয়েকে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

ঘটনার সাক্ষী হিসেবে ভুক্তভোগীর মা নাজমা আক্তার রুমা, ছোট বোন জাবিন তাসনিম পায়েলসহ কয়েকজন প্রতিবেশীর নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, “আমি তাকে নিজের পিতার মতো জানতাম। কিন্তু সে আমার সঙ্গে এমন আচরণ করবে, তা কখনো ভাবিনি। আমি এর ন্যায়বিচার চাই।”
ভুক্তভোগীর মা বলেন, “একজন নারী কখনো স্বামীর ও মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে না। নিজের চোখে মেয়ের প্রতি অন্যায় দেখেছি। এর ন্যায্য বিচার চাই। সমাজের সচেতন মানুষদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

এ বিষয়ে লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামীকে কোর্টে চালান করা হয়েছে।   আদালত কর্তৃক রিমান্ড আদেশ এসে পৌঁছায়নি, এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS