ঢাকা | | বঙ্গাব্দ

'ছাত্রশক্তি' নামে ফিরছে এনসিপির ছাত্র সংগঠন

author
Reporter

প্রকাশিত : Oct 22, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ad728

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায় সূচনার অপেক্ষায় ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ (বাগছাস)। ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংগঠনটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। এবার সম্পূর্ণ নতুন নামে ও কাঠামোয় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা—‘ছাত্রশক্তি’ নামে, যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে।

আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাগছাসের জাতীয় সমন্বয় সভা। সভা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নতুন নাম, কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ঘোষণা করা হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’, ‘জাতীয় ছাত্রশক্তি’ ও ‘বাংলাদেশ ছাত্রশক্তি’—এই তিনটি নামের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে ‘জাতীয় ছাত্রশক্তি’। নতুন কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ‘বিশেষ শাখা’ হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।

নেতৃত্বের আলোচনায় রয়েছেন বাগছাস আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। এছাড়া ঢাবি শাখার মহির আলম, জাবির সিয়াম, কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান ও ঢাবির যুগ্ম আহ্বায়ক লিমন আহসানও শীর্ষ নেতৃত্বে আলোচনায় আছেন।

বাগছাসের শীর্ষ নেতারা জানিয়েছেন, সংগঠনে শৃঙ্খলা ভাঙন ও অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ডের কারণে নতুন কাঠামো তৈরি হচ্ছে। ছাত্রশিবির-সম্পৃক্ত ব্যক্তিদের স্যাবোটাজের অভিযোগও রয়েছে বলে তারা উল্লেখ করেন। আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা আদর্শিক রাজনীতি করতে চাই। কোনো ওয়েলফেয়ার পলিটিকস নয়—ছাত্রসমাজকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমেই পরবর্তী ডাকসু নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে চাই।”

২০২৩ সালের অক্টোবরে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে আত্মপ্রকাশ করেছিল এই সংগঠনটি। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখলেও পরবর্তীতে সাংগঠনিক স্থবিরতার কারণে ১৩ সেপ্টেম্বর সব কমিটি স্থগিত করা হয়। এরপর নতুনভাবে বাগছাস গঠিত হয়, কিন্তু এবার আরও নতুন রূপে ফিরছে তারা

—‘ছাত্রশক্তি’ হিসেবে।

সম্প্রতি এনসিপির যুব ও শ্রমিক অঙ্গসংগঠন হিসেবে ‘জাতীয় যুব শক্তি’ ও ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, একই ধারাবাহিকতায় ছাত্র উইং ‘জাতীয় ছাত্রশক্তি’ নামেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

 আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS