ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সিমান্তে ৫ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

author
Reporter

প্রকাশিত : Sep 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


কুমিল্লা প্রতিনিধি ||

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৪ কোটি ৯৯লাখ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ যানবাহন আটক করেছে বিজিবি। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়। 
 কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, ৫ টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ০৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ১৩,৫২৭ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়। যার সর্বমোট মূল্য ৪ কোটি, ৯৯ লাখ, ৩৫ হাজার টাকা। 

বিজিবি জানায় আরো জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS