ঢাকা | | বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর তালা

author
Reporter

প্রকাশিত : Oct 21, 2025 ইং
আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ছবির ক্যাপশন: আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর
ad728

চট্টগ্রামের নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে ‘কার্যক্রম নিষিদ্ধ’ ঘোষণা করা আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার পর একদল যুবক ভবনটির চতুর্থ তলায় অবস্থিত উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করে সেখানে তালা ঝুলিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। 

কোতয়ালী থানার ওসি আবদুল করিম গণমাধ্যমকে জানান, “দোস্ত বিল্ডিংয়ে একটি অফিসে ভাঙচুরের খবর পেয়েছি। রাত ৯টা পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি, তবে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয়েছে।” 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—একদল যুবক কার্যালয়ের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকেও দেখা যায়। 

ঘটনাটি নিয়ে আরিফ মঈনুদ্দিন বলেন, “আমাদের কাছে খবর ছিল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু লোক সেখানে গোপনে কার্যক্রম চালাচ্ছে। আমরা গিয়ে দেখি, অফিসটি সাজানো গোছানো, টেবিল-চেয়ার, এমনকি পানের ডিব্বাও পরিপাটি অবস্থায় রয়েছে। পরে আমরা তালা লাগিয়ে দিই।” 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা উত্তর জেলা আওয়ামী লীগের ওই অফিসটি একবার ভাঙচুর করেছিল।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS